প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চতুর্থ বারের জন্য দায়িত্ব গ্রহণ করায় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মিঃ মার্ক রুট্টেকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ প্রিয় বন্ধু, প্রধানমন্ত্রী @markrutte, আপনাকে অভিনন্দন জানাই। চতুর্থ বারের জন্য দায়িত্ব গ্রহণ করায় আপনাকে অনেক শুভেচ্ছা। ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমরা একযোগে কাজ করব সেই বিষয়ে আমি আস্থাশীল।“
Congratulations to my dear friend Prime Minister @markrutte and best wishes for a successful fourth term in office. Confident that we will together advance the wide-ranging partnership between India and the Netherlands to new heights.
— Narendra Modi (@narendramodi) January 11, 2022