“আনন্দের বিষয় যে কমনওয়েলথ গেমস-এর বিভিন্ন খেলায় আমাদের অ্যাথলিটরা পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। স্কোয়াশ মিক্সড ডাবলস-এর খেলায় ব্রোঞ্জ পদক জয়ী সৌরভ ঘোষাল এবং দীপিকা পল্লিকালকে আমার অভিনন্দন। দলগতভাবে বিশেষ নৈপুণ্যের তাঁরা পরিচয় দিয়েছেন। তাঁদের জন্য আমার শুভকামনা রইল। #Cheer4India” – কমনওয়েলথ গেমস-এ ব্রোঞ্জ পদক জয়ী সৌরভ ঘোষাল এবং দীপিকা পাল্লিকালকে এক ট্যুইট বার্তার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
It is always a delight to see our athletes excelling in various sports at the CWG. Congratulations to @SauravGhosal and @DipikaPallikal for winning the Bronze medal in the Squash Mixed Doubles event. They demonstrated great skill and teamwork. Best wishes to them. #Cheer4India pic.twitter.com/onhUdhRLip
— Narendra Modi (@narendramodi) August 7, 2022