২০২২-২৩ বর্ষে গরম ধাতু ও অপরিশোধিত ইস্পাত উৎপাদনে সর্বকালীন রেকর্ড করায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেইল)-এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এ বছর ১৯৪.০৯ লক্ষ টন গরম ধাতু এবং ১৮২.৮৯ লক্ষ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে অনেকটাই, যা যথাক্রমে হল ৩.৫ শতাংশ এবং ৫.৩ শতাংশ।
প্রধানমন্ত্রী বলেন, এ থেকে এটি প্রমাণিত হয় যে ভারত প্রতি ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :
“এই চমৎকার সাফল্যের জন্য অনেক অভিনন্দন! সেইল-এর এই উৎপাদন আমাদের এটিই প্রমাণ করে যে কেবলমাত্র ইস্পাত নয়, সবক্ষেত্রেই দেশ আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।”
इस शानदार उपलब्धि के लिए बहुत बधाई! SAIL का यह उत्पादन बताता है कि स्टील ही नहीं, बल्कि हर क्षेत्र में देश आत्मनिर्भरता की ओर तेजी से कदम बढ़ा रहा हैं। https://t.co/sViusASjss
— Narendra Modi (@narendramodi) April 2, 2023