প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে স্বর্ণ পদক জয়ী রবি দাহিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “তিনি একজন চ্যাম্পিয়নের মতোই খেলেছেন এবং আমাদের দেশ তাঁর জন্য গর্বিত। বার্মিংহাম কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের জন্য @ravidahiya60 –কে অভিনন্দন জানাই। তাঁর সাফল্য প্রমাণ করে নিষ্ঠা এবং অধ্যবসায় থাকলে যে কোনও স্বপ্নই বাস্তবায়িত হয়। #Cheer4India”
He played like a champion and brings immense pride for our nation. Congratulations to the phenomenal @ravidahiya60 for winning a Gold at the Birmingham CWG. His success proves that no dream is too big if one is passionate and dedicated. #Cheer4India pic.twitter.com/SfRRb4ZGb0
— Narendra Modi (@narendramodi) August 6, 2022