প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি নির্বাচনে ইয়ন সুক-ইওল জয়লাভ করায় শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য আমি নির্বাচিত রাষ্ট্রপতি ইয়ন সুক-ইওল’কে আন্তরিক অভিনন্দন জানাই। আমি ভারত-রিপাবলিক অফ কোরিয়া (আরওকে) বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও প্রসারিত ও শক্তিশালী করতে তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ”।
I warmly congratulate President-elect Yoon Suk-yeol on his victory in Presidential elections. I look forward to working with him to further expand and strengthen the India-ROK Special Strategic Partnership @sukyeol__yoon
— Narendra Modi (@narendramodi) March 10, 2022