প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে স্বর্ণপদক জয়ী পি ভি সিন্ধুকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“অনন্য @Pvsindhu1 হলেন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। উৎকর্ষ আসলে কি তিনি তা বার বার আমাদের দেখিয়েছেন। তাঁর নিষ্ঠা ও অধ্যবসায় অনুপ্রেরণাদায়ক। কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। ভবিষ্যতে তাঁর সাফল্য কামনা করি।”
The phenomenal @Pvsindhu1 is a champion of champions! She repeatedly shows what excellence is all about. Her dedication and commitment is awe-inspiring. Congratulations to her on winning the Gold medal at the CWG. Wishing her the best for her future endeavours. #Cheer4India pic.twitter.com/WVLeZNMnCG
— Narendra Modi (@narendramodi) August 8, 2022