প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসের নতুন প্রধানমন্ত্রী ডিক স্কুফ-কে অভিনন্দন জানিয়েছেন।
পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল ব্যবস্থাপনা এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত – নেদারল্যান্ডস অংশীদারিত্ব আরও জোরদার করতে তিনি আগ্রহী বলে জানিয়েছেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী এক্স পোস্টে বলেছেন:
“নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদে আসা ডিক স্কুফ-কে অভিনন্দন। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল ব্যবস্থাপনা, কৃষি, যোগাযোগ ও যাতায়াত এবং নতুন ও উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে ভারত – নেদারল্যান্ডস অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চাই। @MinPres”
Congratulations Dick Schoof on assuming office as the Prime Minister of the Netherlands. Look forward to closely working together to advance India-Netherlands partnership including in the areas of renewable energy, water management, agriculture, mobility, new and emerging…
— Narendra Modi (@narendramodi) July 2, 2024