প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় শ্রীমতী মেট্টে ফ্রেডেরিকসনকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হওয়ায় শ্রীমতী মেট্টে ফ্রেডেরিকসনকে অভিনন্দন জানাই। ভারত – ডেনমার্ক পরিবেশ-বান্ধব কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি @Statsmin”।
Warm congratulations to Ms. Mette Frederiksen for her re-election as the Prime Minister of Denmark. I look forward to continuing our cooperation in strengthening the India-Denmark Green Strategic Partnership. @Statsmin
— Narendra Modi (@narendramodi) December 15, 2022