প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় শ্যুটার মনু ভাকের ও সরবজোত সিং-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“আমাদের শ্যুটাররা আমাদের গর্বিত করে চলেছেন !
#Olympics- এ ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য @realmanubhaker এবং সরবজোত সিং-কে অভিনন্দন। দুজনই উচ্চ দক্ষতা এবং দলগত সাফল্যের প্রমাণ দিয়েছেন। ভারত অত্যন্ত আনন্দিত।
মনুর এটি পরপর দ্বিতীয় অলিম্পিক পদক জয়, যা তাঁর ধারবাহিক নৈপুণ্য ও নিষ্ঠা তুলে ধরছে। #Cheer4Bharat”
Our shooters continue to make us proud!
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
Congratulations to @realmanubhaker and Sarabjot Singh for winning the Bronze medal in the 10m Air Pistol Mixed Team event at the #Olympics. Both of them have shown great skills and teamwork. India is incredibly delighted.
For Manu, this… pic.twitter.com/loUsQjnLbN