প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩-এর কানাডা ওপেন-এ জয়ের জন্য ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন :
“কানাডা ওপেন, ২০২৩-এ অনন্য সাধারণ জয়ের জন্য প্রতিভাবান @lakshya_sen-কে অভিনন্দন!
এটি তাঁর অনমনীয় মনোভাব এবং দৃঢ়তার জয়। এটি আমাদের দেশকেও গর্বিত করেছে। তাঁর পরবর্তী উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাই।”
Congratulations to the talented @lakshya_sen on his outstanding victory at the Canada Open 2023!
— Narendra Modi (@narendramodi) July 10, 2023
His triumph is a testament to his tenacity and determination. It also fills our nation with immense pride. My best wishes to him for his upcoming endeavours. pic.twitter.com/DqCDmNSbhk