মহাকাশে প্রযুক্তিগত অপর এক মাইলফলক রচনা করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইসরো-কে অভিনন্দন জানিয়েছেন।
চন্দ্রযান-৩ এর প্রোপালসন মডিউল-কে সফলভাবে ফিরিয়ে আনা হয়েছে। চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনার অসাধারণ সাফল্য অর্জন করেছে ইসরো।
এই সাফল্য নিয়ে এক্স হ্যান্ডেলে ইসরোর এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অভিনন্দন @isro. ২০৪০ সালের মধ্যে চাঁদে কোনও ভারতীয়কে পাঠানোর লক্ষ্য অর্জনের প্রয়াসের পাশাপাশি মহাকাশে আমাদের ভবিষ্যৎ কর্মপ্রয়াসের ক্ষেত্রে প্রযুক্তিগত অপর এক মাইলফলক অর্জন করা সম্ভব হ’ল”।
Congratulations @isro. Another technology milestone achieved in our future space endeavours including our goal to send an Indian to Moon by 2040. https://t.co/emUnLsg2EA
— Narendra Modi (@narendramodi) December 6, 2023