পুরুষদের এক দিনের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ
“ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত বিজয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানাই! এটি ছিল এক অনবদ্য দলগত প্রয়াস, যেখানে প্রত্যেকের ভূমিকা ছিল। খেলার মাঠে যে একনিষ্ঠ মনোভাব ও ক্রীড়ানৈপুণ্য তাঁরা দেখিয়েছেন, তা উদাহরণ হয়ে থাকবে।“
Congratulations to the Indian cricket team on their splendid victory against New Zealand! It was a splendid team effort where everybody contributed. The dedication and skill on the field was exemplary.
— Narendra Modi (@narendramodi) October 22, 2023