প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইসিসি পুরুষদের বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন:
“অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে স্মরণীয় জয়ের পরে আমাদের ক্রিকেট দল তাদের চমৎকার খেলার ধারা বজায় রেখে আফগানিস্তানের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে। অভিনন্দন ওই দলকে।”
After a memorable win in their opening match against Australia, our cricket team continues their excellent performance with an impressive win against Afghanistan in the World Cup. Congratulations to the team. #INDvsAFG
— Narendra Modi (@narendramodi) October 11, 2023