প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএসএলভি সি৫৩-র মাধ্যমে মহাকাশে দুটি ভারতীয় স্টার্টআপ সংস্থার পেলোড সফলভাবে উৎক্ষেপন করায় ইন-স্পেস এবং ইসরোকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মহাকাশে ভারতীয় স্টার্টআপ সংস্থার দুটি পেলোড উৎক্ষেপনের মাধ্যমে পিএসএলভি সি৫৩ মিশন একটি নতুন মাইলফলক অর্জন করেছে। তাদের এই সাফল্যের জন্য আমি @INSPACeIND এবং @isro-কে অভিনন্দন জানাই। আগামীদিনে আরও বেশি ভারতীয় সংস্থা মহাকাশে পৌঁছাবে বলে আমি আশাবাদী।”
The PSLV C53 mission has achieved a new milestone by launching two payloads of Indian Start-ups in Space. Congratulations @INSPACeIND and @isro for enabling this venture. Confident that many more indian companies will reach Space in near future.
— Narendra Modi (@narendramodi) July 1, 2022