প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বম্বে আইআইটি, দিল্লী আইআইটি এবং বেঙ্গালুরুর আইআইএসসিকে, ২০২২ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্রমতালিকায় প্রথম ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন ।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘@iiscbangalore, @iitbombay ও @iitdelhi কে অভিনন্দন জানাই। ভারতের আরও বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক স্তরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এবং যুব সম্প্রদায়ের বৌদ্ধিক দক্ষতা বাড়ানোর জন্য সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725638’
Congratulations to @iiscbangalore, @iitbombay and @iitdelhi. Efforts are underway to ensure more universities and institutions of India scale global excellence and support intellectual prowess among the youth. https://t.co/NHnQ8EvN28
— Narendra Modi (@narendramodi) June 9, 2021