প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, মিঃ নাফতালি বেনেটকে ইজ্রায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ মাননীয় @naftalibennett, ইজ্রায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে অভিনন্দন জানাই। আগামী বছর আমরা দুই দেশের কুটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার ৩০ বছর পূর্ণ হবে। @IsraeliPM , আমি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এবং দুটি দেশের কৌশলগত অংশীদারীত্বকে আরো শক্তিশালী করার অপেক্ষায় আছি।
প্রধানমন্ত্রী ভারত-ইজ্রায়েল কৌশলগত অংশীদারীত্বকে ব্যক্তিগত উদ্যোগে আরো মজবুত করা এবং নেতৃত্বদানের জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শ্রী মোদী বলেছেন, “ ইজ্রায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আপনি সফলভাবে আপনার কার্যকালের মেয়াদ সম্পূর্ণ করেছেন। ভারত-ইজ্রায়েল কৌশলগত অংশীদারীত্বকে ব্যক্তিগত উদ্যোগে আরো মজবুত করা এবং নেতৃত্বদানের জন্য, @netanyahu আপনার প্রতি আমি কৃতজ্ঞ।“
Excellency @naftalibennett, congratulations on becoming the Prime Minister of Israel. As we celebrate 30 years of the upgradation of diplomatic relations next year, I look forward to meeting you and deepening the strategic partnership between our two countries. @IsraeliPM
— Narendra Modi (@narendramodi) June 14, 2021
כבוד ראש הממשלה,
— Narendra Modi (@narendramodi) June 14, 2021
ברכותי לכבוד קבלת תפקידך החדש כראש ממשלת ישראל. לקראת ציון 30 שנה לשדרוג היחסים הדיפלומטים בשנה הבאה, אני מצפה להיפגש איתך ולהעמקת היחסים האסטרטגיים
בין המדינות שלנו.@naftalibennett @IsraeliPM