बहुत-बहुत बधाई @jairamthakurbjp जी। कोविड के खिलाफ लड़ाई में हिमाचलवासियों ने पूरे देश के सामने एक अनुकरणीय उदाहरण पेश किया है। लोगों का यही जज्बा इस लड़ाई में न्यू इंडिया को नई ताकत देगा। https://t.co/5MCfoZ5gBE
— Narendra Modi (@narendramodi) December 6, 2021
সুনির্দিষ্ট যোগ্য নাগরিকদের কোভিড টিকার দ্বিতীয় ডোজ প্রদান করে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী জয়রাম ঠাকুরের ট্যুইটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন,
“@জয়রামঠাকুরজী কে অনেক অভিনন্দন। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে হিমাচলের মানুষ গোটা দেশের সামনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সাধারণ মানুষের এই চেতনা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ভারতকে শক্তি যোগাবে।”