প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের জন্য জন পম্বে মাগুফুলি-কে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “তানজানিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য জন পম্বে মাগুফুলি-কে আমার অভিনন্দন। দুই দেশের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে তুলে আপনার সঙ্গে একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছি”।
My congratulations to H.E. John Pombe Magufuli for being sworn-in as President of Tanzania! I look forward to working with him to further strengthen the long-standing friendship between our countries. @MagufuliJP
— Narendra Modi (@narendramodi) November 5, 2020