ইটালির সাধারণ নির্বাচনে জর্জিয়া মেলনি’র দল ফ্রাতেলি ডিল্টাইয়া জয়ের পথে এগিয়ে যাওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন:
“জর্জিয়া মেলনি, আপনার দল ফ্রাতেলি ডিল্টাইয়া ইটালির সাধারণ নির্বাচনে জয়ের পথে এগিয়ে যাওয়ায় অভিনন্দন জানাই। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলার লক্ষ্যে আপনার সাথে একসঙ্গে কাজ করে যাওয়ার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।”
Congratulations @GiorgiaMeloni for leading your party @FratellidItalia to victory in the Italian general elections. We look forward to working together to strengthen our ties.
— Narendra Modi (@narendramodi) September 28, 2022