প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারা এশিয়ান গেমস-এ পুরুষদের ক্যানো ভিএল২ বিভাগে ব্রোঞ্জ জয়ের জন্য গজেন্দ্র সিংকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:
“অসাধারণ কৃতিত্ব। প্যারা এশিয়ান গেমস-এ পুরুষদের ক্যানো ভিএল২ বিভাগে ব্রোঞ্জ জয়ের জন্য গজেন্দ্র সিংকে অভিনন্দন। তাঁর এই পদক জয়ে আনন্দিত ভারত। আগামীদিনে তাঁর আরও সাফল্য কামনা করি।”
A remarkable triumph. Congratulations to Gajendra Singh on winning a Bronze Medal win in the Para Canoe Men's VL2 Para Asian Games event. India applauds this achievement! All the best for the endeavours ahead. pic.twitter.com/S68aH0PD2L
— Narendra Modi (@narendramodi) October 24, 2023