প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেলিংয়ে এবাদ আলীর অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেছেন এবং হ্যাংজু-তে এশিয়ান গেমস ২০২২-এ পুরুষদের আরএস:এক্স প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“সেলিংয়ে এবাদ আলী অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন। তিনি এশিয়ান গেমসে পুরুষদের আরএস:এক্স প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে আমাদের গর্বিত করেছেন।
আমাদের তরুণ প্রতিভাদের জন্য যে কিছুই অসম্ভব নয়, তাঁর কৃতিত্ব সেকথাই তুলে ধরেছে। তাঁর প্রতি আমার শুভকামনা রইলো।”
A splendid performance by Eabad Ali in Sailing. He makes us proud by winning a Bronze medal in RS:X Men’s event at the Asian Games.
— Narendra Modi (@narendramodi) September 26, 2023
His accomplishments show that nothing is impossible for our young talents. My best wishes to him. pic.twitter.com/tmVfYoLYkz