প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী অনিশ্চয়তা, অস্থির এবং রাজনৈতিক বাধ্যবাধকতার তিনটি দশক পর একটি শক্তিশালী ও স্থায়ী সরকার গড়ে তোলার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দেশে বর্তমানে এমন একটি সরকার রয়েছে যে সরকার 'সর্বজন হিতায়, সর্বজন সুখায়' ভাবনাকে বাস্তবায়িত করতে জনসাধারণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিক ভাবে ব্যয় করা হয়, তার জন্য প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। শ্রী মোদী বলেন, বর্তমান সরকার দেশকে অগ্রাধিকার দেওয়ার (নেশন ফার্স্ট) ভাবনায় কাজ করে চলেছে। এরজন্য তিনি গর্বিত। তিনি আমলাতন্ত্রকে তাঁর হাত ও পা বলে বর্ণনা করেন, যাঁরা দেশের প্রতি প্রান্তে কাজ করে চলেছেন এবং বিভিন্ন সংস্কার বাস্তবায়িত করছেন। "আর তাই সংস্কার, কার্য সম্পাদন এবং রূপান্তরের এই সময়কালে ভারতের ভবিষ্যৎ গড়ে তোলা হচ্ছে। আমরা দেশের অভ্যন্তরের সেই শক্তিগুলিকে উৎসাহিত করছি, যাঁরা আগামী এক হাজার বছর দেশের ভিত্তিকে শক্তিশালী করে তুলবে।"
সুষম উন্নয়নের জন্য নতুন মন্ত্রক গঠন করা হয়েছে
প্রধানমন্ত্রী দেশজুড়ে সুষম উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে চাহিদা মেটাতে নতুন নতুন মন্ত্রকগুলির ভূমিকা প্রসঙ্গে বিস্তারিতভাবে জানিয়েছেন। বর্তমান বিশ্বের যুবশক্তিকে প্রয়োজন, আর যুবশক্তির দক্ষতাকে প্রয়োজন। প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন, নতুন দক্ষতা বিকাশ মন্ত্রক শুধুমাত্র ভারতের চাহিদাই পূরণ করবে না, সারা বিশ্বের চাহিদা মেটাবে।
শ্রী মোদী বলেন, আমাদের দেশের প্রত্যেক নাগরিকের কাছে যাতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় তা নিশ্চিত করতে জলশক্তি মন্ত্রক কাজ করছে। "পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন সংবেদনশীল ব্যবস্থাপনার উন্নয়নের প্রতি আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।" করোনা অতিমারীর সময়ে কিভাবে ভারত সারা বিশ্বকে পথ দেখিয়েছিল সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকার একটি পৃথক মন্ত্রক গঠন করেছে - আয়ুষ। আজ যোগ এবং আয়ুষ সারা বিশ্বজুড়ে আলোচিত। ভারত করোনার মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নিয়েছে। সারা বিশ্বের জন্য একটি সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা নিয়ে ভাবনা-চিন্তা করার এটিই আদর্শ সময়।
পৃথক মৎস্য ও পশুপালন এবং দোহ (ডেয়ারি) মন্ত্রক গড়ে তোলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এগুলি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের কেউ যাতে বাদ না পড়েন এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যাতে সমাজের প্রতিটি অংশের মানুষের কাছে পৌঁছায়, নতুন মন্ত্রক তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমাজের অর্থনীতিতে সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী জানান, সদ্য গড়ে তোলা সমবায় মন্ত্রক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তার কর্মকান্ডের বিস্তার ঘটাচ্ছে, যাতে সমাজের দরিদ্রতম মানুষটির কথা শোনা হয় এবং তাদের চাহিদা পূরণ করা হয়। এই মন্ত্রক দেশের উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলির জন্য সংগঠিত ভাবে কাজ করে চলেছে। "আমরা সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির পথকে অনুসরণ করে চলেছি।"
-We created the Ministry of Jal Shakti which ensured access to drinking water to every citizen
— PIB India (@PIB_India) August 15, 2023
-#Yoga got worldwide fame through @moayush
-The Ministries of Fisheries, Animal Husbandry and & Dairying made special contribution in social upliftment: PM @narendramodi@Min_FAHD… pic.twitter.com/UFn9Kdo4lu