প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোমোরোস-এর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় আজালি আসৌমনিকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী আরও বলেন, ভারত-কোমোরোস অংশীদারিত্ব, ভারত-আফ্রিকা অংশীদারিত্ব এবং ‘ভিশন সাগর’কে আরও শক্তিশালী করার দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“কোমোরোস-এর প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য আজালি আসৌমনি আপনাকে আন্তরিক অভিনন্দন। ভারত-কমোরোস অংশীদারিত্ব, ভারত-আফ্রিকা অংশীদারিত্ব এবং ‘ভিশন সাগর’কে আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে বলে আমি আশাবাদী।”
Heartiest congratulations @PR_AZALI on your re-election as the President of Comoros. Look forward to continue working together to further strengthen India-Comoros partnership, India-Africa partnership and ‘Vision Sagar.’
— Narendra Modi (@narendramodi) January 29, 2024