প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিক্সের মহিলাদের আর২ ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ-১ বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য অবনী লেখারাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনটি প্যারালিম্পিক্স পদক জিতেও প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অবনী লেখারা নজির গড়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “#Paralympics2024- এ পদক জয়ের অভিযান শুরু করল ভারত!
@AvaniLekhara-কে মহিলাদের আর২ ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ-১ বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য অভিনন্দন। তিনটি প্যারালিম্পিক্স পদক জিতেও প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অবনী লেখারা নজির গড়েছেন! তাঁর অধ্যবসায় ভারতকে গর্বিত করে চলেছে।
#Cheer4Bharat”
India opens its medal account in the #Paralympics2024!
— Narendra Modi (@narendramodi) August 30, 2024
Congratulations to @AvaniLekhara for winning the coveted Gold in the R2 Women 10M Air Rifle SH1 event. She also creates history as she is the 1st Indian woman athlete to win 3 Paralympic medals! Her dedication continues to…