বিশ্বকাপ ক্রিকেট জেতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “চমৎকার বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ট্যুর্নামেন্টে তাদের অসাধারণ যোগ্যতা প্রদর্শন দারুণ জয়লাভে পূর্ণতা পেয়েছে। ট্র্যাভিস হেড – এর অপূর্ব ক্রীড়ানৈপুণ্যের জন্য তাঁকে সাধুবাদ জানাই”।
Congratulations to Australia on a magnificent World Cup victory! Theirs was a commendable performance through the tournament, culminating in a splendid triumph. Compliments to Travis Head for his remarkable game today.
— Narendra Modi (@narendramodi) November 19, 2023