এশিয়ান গেমস-এ মহিলাদের শ্যুটিং বিভাগে (50m Rifle 3 positions) ব্রোঞ্জ পদক জয়ী অশি চোকসিকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন :
“মহিলাদের শ্যুটিং বিভাগে (50m Rifle 3 positions) ব্রোঞ্জ পদক লাভের জন্য অভিনন্দন জানাই দক্ষ শ্যুটার অশি চোকসিকে।
তিনি স্থির লক্ষ্যে অবিচল থেকে নিষ্ঠার সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আগামীদিনে এইভাবেই তিনি আরও উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করুন, এই প্রার্থনা জানাই।”
Congratulations to the phenomenal Ashi Chouksey on winning the Bronze Medal in 50m Rifle 3 Positions Women’s Shooting!
— Narendra Modi (@narendramodi) September 27, 2023
She has demonstrated remarkable composure and dedication. May she continue to shine bright and inspire generations to come. pic.twitter.com/jmDOijsIUw