ফিফা বিশ্বকাপ জেতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন। ফিফা বিশ্বকাপে অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য শ্রী মোদী ফ্রান্সকেও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন –
“এক অন্যতম উদ্দীপনাময় ফুটবল ম্যাচ হিসেবে এটা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। #FIFAWorldCup চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে ধন্যবাদ। সারা টুর্নামেন্ট জুড়ে তারা অসাধারণ খেলেছে। ভারতের লক্ষ লক্ষ আর্জেন্টিনা এবং মেসি ভক্ত তাদের অসাধারণ জয়কে উদযাপন করেছে। @alferdez”
“#FIFAWorldCup-এ অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য ফ্রান্সকে অভিনন্দন। ফাইনালে দক্ষতা এবং খেলোয়াড়সুলভ মানসিকতায় তারা ফুটবলপ্রেমীদেরকে আমোদিত করেছে। @EmmanuelMacron”
This will be remembered as one of the most thrilling Football matches! Congrats to Argentina on becoming #FIFAWorldCup Champions! They’ve played brilliantly through the tournament. Millions of Indian fans of Argentina and Messi rejoice in the magnificent victory! @alferdez
— Narendra Modi (@narendramodi) December 18, 2022
Congratulations to France for a spirited performance at the #FIFAWorldCup! They also delighted Football fans with their skill and sportsmanship on the way to the finals. @EmmanuelMacron
— Narendra Modi (@narendramodi) December 18, 2022