প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিবিএসি-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সফল #ExamWarriorদের অভিনন্দন জানিয়েছেন।
একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি সমস্ত #ExamWarrior দের অভিনন্দন জানাচ্ছি, যাঁরা সিবিএসসি-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রম এবং সংকল্পের জন্য আমি গর্বিত। এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য আমি তাদের অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানাচ্ছি”।
“দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যাঁরা আরও ভালো ফলের আশা করেছিলেন, সেইসব পড়ুয়াদের আমি বলতে চাই আগামী দিনে আপনাদের আরও ভালো কিছু করতে হবে। শুধুমাত্র একটি পরীক্ষাতেই সবকিছু নির্ধারিত হয় না। যে ক্ষেত্রে আপনার মধ্যে প্রতিভা রয়েছে, সেটিকেই কাজে লাগান। আপনি উজ্জ্বল হয়ে উঠবেন”।
I congratulate all the #ExamWarriors who have successfully passed the CBSE Class XII examinations. I am proud of these youngsters for their hardwork and determination. I also congratulate their parents and teachers for their monumental role in the success of the youngsters.
— Narendra Modi (@narendramodi) May 12, 2023
I congratulate all the #ExamWarriors who have successfully passed the CBSE Class XII examinations. I am proud of these youngsters for their hardwork and determination. I also congratulate their parents and teachers for their monumental role in the success of the youngsters.
— Narendra Modi (@narendramodi) May 12, 2023