মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডার পাওয়ায় অভিনব বিন্দ্রাকে আজ অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
খেলাধূলার ক্ষেত্রে ২০০৮-এর অলিম্পিকে সোনা জয়ী অভিনব বিন্দ্রার অবদানেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“@Abhinav_Bindra-র অলিম্পিক অর্ডার পাওয়া প্রতিটি ভারতবাসীর গর্বের বিষয়। তাঁকে অভিনন্দন। অ্যাথলিট হিসেবে এবং উঠতি খেলোয়াড়দের পরামর্শদাতা হিসেবে তিনি খেলাধূলা এবং অলিম্পিক মুভমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
It makes every Indian proud that @Abhinav_Bindra has been awarded the Olympic Order. Congratulations to him. Be it as an athlete or a mentor to upcoming sportspersons, he has made noteworthy contributions to sports and the Olympic Movement.
— Narendra Modi (@narendramodi) July 24, 2024