প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ দেখতে যান। তিনি সেখানের কাজের অগ্রগতির পর্যালোচনা করেন।
প্রধানমন্ত্রী বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। তিনি কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিষয়ে খোঁজ খবর নেন। শ্রমিকদের উদ্দেশে শ্রী মোদী বলেন তাঁরা এখানে একটি পবিত্র ও ঐতিহাসিক নির্মাণ কাজ করছেন।
যাঁরা নতুন সংসদ ভবনের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তাঁদের সকলের কোভিড টিকাকরণ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি প্রতি মাসে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্যও আধিকারিকদের নির্দেশ দেন। শ্রী মোদী বলেন এখানের নির্মাণ কাজ শেষ হলে যেসব শ্রমিক এই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তাঁদের বিষয়ে একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হবে। এই আর্কাইভে কর্মরত শ্রমিকরা কি কাজ করেছেন তা বোঝানোর জন্য তাঁদের ছবি থাকবে, তাঁদের নাম, বাসস্থানের বিষয়ে বিস্তারিত তথ্যও রাখা হবে। এছাড়াও প্রত্যেক শ্রমিককে তাঁদের ভূমিকার বিষয়ে একটি শংসাপত্র দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর হঠাৎ এই সফরের সময় সংশ্লিষ্ট জায়গায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা ছিল। তিনি সেখানে এক ঘণ্টার কিছু বেশি সময়ে কাটিয়েছেন।