প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন:
“আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টারের প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। তিনি এক মহান দূরদর্শী রাজনৈতিক নেতা ছিলেন। বিশ্বশান্তি ও সদ্ভাবের জন্য তিনি সব রকম চেষ্টা চালিয়েছেন। ভারত-আমেরিকার মধ্যে সম্পর্ক মজবুত করতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর পরিবার-পরিজন ও আমেরিকার জনগণের প্রতি রইল আমার সমবেদনা।”
Deeply saddened by the passing of former USA President Mr. Jimmy Carter. A statesman of great vision, he worked tirelessly for global peace and harmony. His contributions to fostering strong India-U.S. ties leave a lasting legacy. My heartfelt condolences to his family, friends…
— Narendra Modi (@narendramodi) December 30, 2024