কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন আগামী প্রজন্ম লতা মঙ্গেশকরকে ভারতীয় সংস্কৃতির বলিষ্ঠ এক ব্যক্তিত্ব হিসেবে স্মরণে রাখবে। তাঁর সুরেলা কন্ঠে মানুষের মনকে আবিষ্ট করে রাখার অসাধারণ ক্ষমতা ছিল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শোক প্রকাশের কোনও ভাষা আমার কাছে নেই। সহজ-সরল এবং সকলের খোঁজখবর যিনি নিতেন, সেই লতা দিদি আজ আর আমাদের মধ্যে নেই। তাঁর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা ভারতে কখনই পূরণ হবে না। তাঁর সুরেলা কন্ঠর মানুষের মনকে আবিষ্ট করে রাখার অসাধারণ ক্ষমতা ছিল”।    

“লতা দিদির গানগুলি ছিল আবেগঘন। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্রের বিবর্তন তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্র ছাড়াও তিনি সর্বদা দেশের বিকাশের কথা নিয়ে ভাবনা-চিন্তা করতেন। তিনি সর্বদা ভারতকে শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসাবে দেখতে চাইতেন”।

“লতা দিদির থেকে আমি সবসময় অনেক স্নেহ পেয়েছি, তার জন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। তাঁর সঙ্গে আমার কথপোকথনগুলি কখনই ভোলার নয়। লতা দিদির প্রয়াণে দেশবাসীর সঙ্গে আমিও গভীর মর্মাহত। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে এবং তাঁদের আমি সমবেদনা জানিয়েছি। ওঁ শান্তি”।

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India's policies are ensuring resilience in its economy: Anna Bjerde, MD, World Bank

Media Coverage

India's policies are ensuring resilience in its economy: Anna Bjerde, MD, World Bank
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi reaffirms commitment to affordable healthcare on JanAushadhi Diwas
March 07, 2025

On the occasion of JanAushadhi Diwas, Prime Minister Shri Narendra Modi reaffirmed the government's commitment to providing high-quality, affordable medicines to all citizens, ensuring a healthy and fit India.

The Prime Minister shared on X;

"#JanAushadhiDiwas reflects our commitment to provide top quality and affordable medicines to people, ensuring a healthy and fit India. This thread offers a glimpse of the ground covered in this direction…"