প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রবীণ বিজেপি নেতা শ্যামদেব রাই চৌধরীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। তিনি বলেন, শ্রী চৌধরী তাঁর সারা জীবন ধরে মানুষের সেবায় কাজ করে গেছেন এবং কাশীর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
এক্স পোস্টে এক বার্তায় শ্রী মোদী লিখেছেন :
“জনসেবায় নিজের জীবন উৎসর্গকারী প্রবীণ বিজেপি নেতা শ্যামদেব রাই চৌধরীর প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভালোবেসে আমরা সবাই তাঁকে ‘দাদা’ বলে ডাকতাম। শুধুমাত্র সংগঠন দেখাশোনা নয়, সেই সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কাশীর উন্নয়নে তিনি গোটা জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যু কাশীর পাশাপাশি গোটা রাজনৈতিক জগতের পক্ষে এক অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহূর্তে তাঁর পরিজন এবং অনুগামীদের ঈশ্বর শক্তিদান করুন। ওম শান্তি!”
जनसेवा में जीवनपर्यंत समर्पित रहे भाजपा के वरिष्ठ नेता श्यामदेव राय चौधरी जी के निधन से अत्यंत दुख हुआ है। स्नेह भाव से हम सभी उन्हें 'दादा' कहते थे। उन्होंने ना केवल संगठन को सींचने और संवारने में अहम योगदान दिया, बल्कि काशी के विकास के लिए भी वे पूरे समर्पण भाव से जुटे रहे।… pic.twitter.com/trRbl7AK0z
— Narendra Modi (@narendramodi) November 26, 2024