देश सेवा में समर्पित पद्मश्री बाबा योगेंद्र जी के देहावसान से अत्यंत दुख हुआ है। उनका जाना संपूर्ण कला जगत के लिए एक अपूरणीय क्षति है। ईश्वर उन्हें अपने श्रीचरणों में स्थान दे। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) June 10, 2022
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘সংস্কার ভারতী’র জাতীয় অভিভাবক এবং পদ্মশ্রী বাবা যোগেন্দ্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যু শিল্পকলা জগতে অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের সেবায় নিবেদিত পদ্মশ্রী বাবা যোগেন্দ্রজীর প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণ সমস্ত শিল্পকলা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঈশ্বর তাঁকে শ্রীচরণে স্থান দিন। ওম শান্তি”!