প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। শ্রী যোশী ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন। শ্রী মোদী বলেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী যোশী রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, লোকসভার অধ্যক্ষ থাকার সময়ে শ্রী যোশী সংসদীয় কাজকর্মকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে প্রয়াস চালিয়েছিলেন।
এক্স পোস্টে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“শ্রী মনোহর যোশীজির প্রয়াণে ব্যথিত। বর্ষীয়ান এই নেতা বছরের পর বছর ধরে জনসেবার কাজ করে গিয়েছেন এবং পুরসভা, রাজ্য ও জাতীয় স্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী যোশী রাজ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, লোকসভার অধ্যক্ষ থাকার সময়ে শ্রী যোশী সংসদীয় কাজকর্মকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে প্রয়াস চালিয়েছিলেন। বিধায়ক হিসেবেও তাঁর কর্মদক্ষতা স্মরণীয় হয়ে থাকবে। চারবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
Pained by the passing away of Shri Manohar Joshi Ji. He was a veteran leader who spent years in public service and held various responsibilities at the municipal, state and national level. As Maharashtra CM, he worked tirelessly for the state’s progress. He also made noteworthy… pic.twitter.com/8SWCzUTEaj
— Narendra Modi (@narendramodi) February 23, 2024