প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “হিমাচল প্রদেশের উনায় একটি কারখানায় দুর্ঘটনা খুবই দুঃখজনক। যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একই সঙ্গে আমি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি”।
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “হিমাচল প্রদেশের কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে”।