প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর তিরুপাথুরে সড়ক দুর্ঘটনায় জীবনহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দফতর এক্স হ্যান্ডেলে লিখেছে;
“তামিলনাড়ুর তিরুপাথুরে সড়ক দুর্ঘটনায় জীবনহানিতে ব্যথিত। আমি স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা অর্থসাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। প্রধানমন্ত্রী@narendramodi”.
Saddened by the loss of lives due to a road mishap in Tirupathur, Tamil Nadu. Condolences to the bereaved families. I pray that the injured recover soon. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to next of kin of each deceased. The injured would be given Rs. 50,000:…
— PMO India (@PMOIndia) September 11, 2023