মুম্বাই-এর গোরেগাঁও-এ অগ্নি বিপর্যয়ে জীবনহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, নিহতদের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স বার্তায় বলা হয়েছে:
“মুম্বাই-এর গোরেগাঁও-এ অগ্নি বিপর্যয়ে জীবনহানির ঘটনায় ব্যথিত। স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি । আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম সম্ভাব্য সহায়তা দেওয়া হচ্ছে।
নিহতদের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে: প্রধানমন্ত্রী।”
Pained by the loss of lives due to a fire mishap in Mumbai's Goregaon. Condolences to the bereaved families. I pray that the injured recover soon. Authorities are providing all possible assistance to those affected.
— PMO India (@PMOIndia) October 6, 2023
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the…
मुंबईतल्या गोरेगाव इथल्या आगीच्या दुर्घटनेतील जीवितहानी वेदनादायी आहे. मृतांच्या कुटुंबियांप्रती शोक संवेदना . जखमींना लवकरात लवकर बरं वाटावं, अशी मी प्रार्थना करतो. सर्व पीडितांना आवश्यक ती मदत प्रशासन करत आहे.
— PMO India (@PMOIndia) October 6, 2023
मृतांच्या कुटुंबियांना पीएमएनआरएफ मधून प्रत्येकी दोन लाख…