প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লুধিয়ানায় গ্যাস লিকে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
মৃত এবং আহতদের জন্য এককালীন আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ট্যুইটে বলা হয়েছে:
“লুধিয়ানায় মর্মান্তিক গ্যাস লিকের ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী @narendramodi মৃতদের পরিবার পিছু পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”
Expressing grief on the tragedy in Ludhiana due to a gas leak, PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) May 1, 2023