প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিশতোয়ার-এর দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ট্যুইটে জানানো হয়েছে;
“কিশতোয়ার-এর দুর্ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মৃতদের প্রত্যেক নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।”
Saddened by the accident in Kishtwar. My thoughts are with the bereaved families. May the injured recover at earliest. Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 31, 2022