প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রগতিশীল লিঙ্গ নীতি গ্রহণ করায় নাগাল্যান্ডের ওয়ানসই গ্রামের বাসিন্দাদের প্রশংসা করেছেন।
রাজ্যসভার সাংসদ শ্রীমতী এস ফনগন কনইয়াক এক ট্যুইটে জানান এই প্রথম ওয়ানসই গ্রামের মহিলাদের মোরাং-এ প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে এবং তাঁদের লকড্রাম বাজাতে দেওয়া হয়েছে। হিথেরট্রো ঐতিহ্য অনুযায়ী এর আগে মহিলাদের কখনই মোরাং-এ প্রবেশ করতে দেওয়া হতো না।
সাংসদের ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, মহিলাদের মর্যাদা বাড়াতে যা বিশেষভাবে সহায়ক হবে। ওয়ানসই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন।”
A very important step, which will give a boost to dignity and empowerment of women. Compliments to the people of Wansoi village. https://t.co/BBLzvgnnAH
— Narendra Modi (@narendramodi) April 15, 2023