প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুস্থ জীবনযাপনের প্রতি সচেতনতা বাড়াতে যারা দেশ ব্যাপী মেগা সাইক্লোথনে অংশগ্রহণ করেছেন তাঁদের প্রশংসা করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“সুস্থ জীবনযাপনের জন্য সচেতনতা বাড়াতে যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সকলকে অভিনন্দন।”
Compliments to all those who took part and spread awareness on healthy living. https://t.co/k5GFvstcs6
— Narendra Modi (@narendramodi) February 15, 2023