প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, উত্তর প্রদেশের বস্তিতে ডিজিটাল লাইব্রেরীর উদ্যোগ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য সুযোগ-সুবিধা প্রদান করবে।
শ্রী মোদী বস্তি থেকে সংসদ সদস্য শ্রী হরিশ দ্বিবেদীর একটি একটি ট্যুইটের প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন।
ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “দরুণ উদ্যোগ! বস্তির এই ডিজিটাল লাইব্রেরী যুব এবং যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাঁদের জন্য খুবই উপকারী”।
शानदार पहल! युवाओं और प्रतियोगी परीक्षाओं में शामिल होने वालों के लिए बस्ती की यह डिजिटल लाइब्रेरी बहुत फायदेमंद साबित होने वाली है। https://t.co/CwCcQ2o7M0
— Narendra Modi (@narendramodi) June 9, 2023