প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ-এ এশিয়ান গেমসে পুরুষদের ব্যক্তিগত ট্র্যাপ শ্যুটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য কাইনান চেনাইকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“@kynanchenai-এর সাফল্যে আনন্দিত। পুরুষদের ব্যক্তিগত ট্র্যাপ শ্যুটিং-এ তিনি ব্রোঞ্জ জিতেছেন। অসাধারণ দক্ষতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে আগামীদিনে বহু শ্যুটার অনুপ্রাণিত হবেন।”
Delighted at the success of @kynanchenai. He wins the Bronze Medal in Men’s Trap Individual Shooting event. He has shown outstanding skill and determination. Due to his success, many upcoming shooters will be motivated. pic.twitter.com/cPFWJ01Rfr
— Narendra Modi (@narendramodi) October 1, 2023