প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের মোরবীতে দুর্ভাগ্যজনক সেতু দুর্ঘটনাজনিত পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করলেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে কর্তৃপক্ষকে দুর্গত পরিবারের পাশে থাকতে হবে এবং এই দুঃখজনক মুহূর্তে সব রকম সাহায্য যাতে তাঁরা পান তা নিশ্চিত করতে হবে।
আধিকারিকরা প্রধানমন্ত্রীকে উদ্ধার কাজ এবং দুর্গতদের সাহায্য সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে প্রয়োজন বিস্তারিত তদন্ত যাতে এই দুর্ঘটনার কারণগুলি জানা যায়। তিনি আরও বলেছেন, এই তদন্ত থেকে উপযুক্ত শিক্ষা নিয়ে তা দ্রুত রূপায়ণ করতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী হর্ষ সাঙ্ঘভি, গুজরাট সরকারের মন্ত্রী শ্রী ব্রিজেশ মের্জা, গুজরাটের মুখ্যসচিব, রাজ্যের ডিজিপি, স্থানীয় জেলাশাসক, এসপি, আইজি, বিধায়ক, সাংসদ এবং অন্য আধিকারিকরা।
এর আগে মোরবীতে পৌঁছে প্রধানমন্ত্রী দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন। তিনি স্থানীয় হাসপাতালে যান যেখানে আহতদের চিকিৎসা চলছে। উদ্ধার ও ত্রাণ কাজে যুক্ত ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাঁদের কাজের প্রশংসা করেন।