প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশে অক্সিজেন সরবরাহে অগ্রগতি এবং অক্সিজেনের প্রাপ্যতা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন।
এদিনের বৈঠকে আধিকারিকেরা প্রধানমন্ত্রীকে সারা দেশে পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। দেশে ইতিমধ্যেই দেড় হাজারটিরও বেশি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে, এর মধ্যে পিএম কেয়ার্স –এর পাশাপাশি বিভিন্ন মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত সংস্থা সাহায্য প্রদান করেছে।
দেশের সমস্ত রাজ্য ও জেলায় পিএম কেয়ার্স তহবিল থেকে পিএসএ অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় যে, পিএম কেয়ার্স –এর মাধ্যমে একবার সমস্ত পিএসএ অক্সিজেন প্ল্যান্ট কার্যকর হলে ৪ লক্ষেরও বেশি অক্সিজেন যুক্ত শয্যায় সহায়তা প্রদান করা সম্ভবপর হবে।
প্রধানমন্ত্রী এদিন যত দ্রুত সম্ভব এই প্ল্যান্টগুলির কাজ চালু করার বিষয়ে সুনিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দেন এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রেখে কাজ চালিয়ে যেতে বলেন। আধিকারিকেরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে তারা, অক্সিজেন প্ল্যান্টগুলির দ্রুত ট্র্যাকিং-এর বিষয়ে রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।
প্রধানমন্ত্রী, আধিকারিকদের এই অক্সিজেন প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে হাসপাতালের কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে কি না, তা সুনিশ্চিত করতে বলেছেন। প্রতিটি জেলায় প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী রয়েছে কি না তাও দেখার করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। আধিকারিকেরা এদিন প্রধানন্ত্রীকে জানান যে, বিশেষজ্ঞদের তৈরি একটি প্রশিক্ষণ মডিউল রয়েছে এবং তারা সারা দেশে প্রায় ৮ হাজার জনেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান যে স্থানীয় এবং জাতীয় স্তরে এই অক্সিজেন প্ল্যান্টগুলির কার্যকারিতা ও ট্র্যাক করার জন্য ইন্টারনেট অফ থিংস (আইওটি)-এর মতো উন্নত প্রযুক্তি ব্যবস্থাপনা স্থাপন করা উচিত। আইওটি ব্যবহার করে অক্সিজেন প্ল্যান্টগুলির কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য প্রথামিক পরীক্ষা চালানো হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়।
এদিনের এই বৈঠকে প্রধানমন্ত্রীর প্রধানসচিব, ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
Reviewed oxygen augmentation progress across the nation. Was briefed on installation of PSA Oxygen plants and using technology to track their performance. https://t.co/Z1NBGdKnLQ
— Narendra Modi (@narendramodi) July 9, 2021