বর্ষার পূর্বাভাস, রবি শস্যের ওপর প্রভাব, চিকিৎসা পরিকাঠামোর প্রস্তুতি এবং গ্রীষ্মের বিপর্যয় সম্পর্কিত প্রস্তুতি এবং নিরাময় ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়
বিভিন্ন অংশীদারদের পৃথক সচেতনতা সামগ্রী প্রস্তুতির জন্য বলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আবহাওয়া দপ্তরকে নির্দেশ দেন প্রতিদিন আবহাওয়ার পূর্বাভাস এমনভাবে প্রস্তুত করা হোক যা সহজে ব্যাখা করা যায় এবং সাধারণ মানুষকে বোঝানো যায়
প্রত্যেক হাসপাতালে অগ্নি নির্বাপণ সংক্রান্ত বিস্তারিত অডিটের ওপর জোর দেন প্রধানমন্ত্রী
চরম আবহাওয়ার পরিস্থিতিতে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রাখতে এফসিআই-কে প্রস্তুতি নিতে বলা হয়েছে
দাবদাহ জনিত দেশজুড়ে বিপর্যয় প্রস্তুতির বিভিন্ন প্রয়াস এবং তা নিরময় ব্যবস্থা নিয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়।

আসন্ন গ্রীষ্মের চরম আবহাওয়া জনিত পরিস্থিতির প্রস্তুতি পর্যালোচনা নিয়ে  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন। আগামী কয়েক মাসে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে ভারতীয় আবহাওয়া দপ্তর প্রধানমন্ত্রীকে অবগত করে এবং এবার স্বাভাবিক বর্ষা পরিস্থিতি রয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। রবি শস্যের ওপর আবহাওয়ার প্রভাব এবং প্রধান শস্যগুলির ফলন কী হতে পারে সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে জানানো হয়। সেচের জল সরবরাহ, নজরদারিতে গৃহীত প্রচেষ্টা, গবাদি খাদ্য এবং পানীয় জলের বিষয়টিও পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি জরুরি অবস্থা মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রী কতখানি কী রয়েছে না রয়েছে সেক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো এবং রাজ্যগুলির প্রস্তুতি সম্পর্কেও প্রধামন্ত্রীকে অবগত করা হয়। দাবদাহ জনিত দেশজুড়ে বিপর্যয় প্রস্তুতির বিভিন্ন প্রয়াস এবং তা নিরময় ব্যবস্থা নিয়েও প্রধানমন্ত্রীকে জানানো হয়। 

জনসাধারণকে নিয়ে বিভিন্ন অংশীদার, চিকিৎসা ক্ষেত্রে জড়িত পেশাজীবি, পুরসভা, পঞ্চায়েত কর্তৃপক্ষ, অগ্নি নির্বাপন বাহিনীর মতন বিপর্যয় মোকাবিলা দল সকলের ক্ষেত্রেই প্রয়োজনীয় সচেতনতা সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার কথা প্রধানমন্ত্রী বলেছেন। চরম আবহাওয়া জনিত পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে সচেতন করে তুলতে বিদ্যালয় স্তরে মাল্টিমিডিয়ার মাধ্যমে কিছু বক্তৃতার প্রস্তুতিকে যুক্ত করার কথাও বলা হয়েছে। চরম আবহাওয়া জনিত কারনে কী করতে হবে, কী হবেনা সেগুলি যাতে সহজেই বোঝা যায় তা নিয়ে ঝিঙ্গেল, চলচ্চিত্র, পুস্তিকা প্রভৃতি প্রচার মাধ্যমে ব্যবস্থা প্রস্তুত রাখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশিকা তৈরি করতে বলেছেন। 

প্রধানমন্ত্রী আবহাওয়া দপ্তরকে প্রতিদিনের পূর্বাভাস এমনভাবে নিতে বলেছেন যা সহজেই ব্যাখ্যা করা যায় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতির ক্ষেত্রে সচেতন করতে টেলিভিশন সংবাদ চ্যানেল, এফ এম রেডিওকে প্রতিদিন কয়েক মিনিট বরাদ্দ রাখার কথা নিয়েও আলোচনা হয়েছে। 

প্রত্যেক হাসপাতালে অগ্নি নির্বাপকদের দিয়ে অগ্নি নির্বাপনের মহড়া প্রস্তুতি এবং হাসপাতালগুলি অগ্নি নিবারণ সংক্রান্ত বিস্তারিত অডিটের প্রয়োজনের ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দাবানলের মোকাবিলার ক্ষেত্রে সুসমন্বিত প্রয়াসের ওপরও জোর দেওয়া হয়েছে। দাবানলের মোকাবিলায় এবং তার প্রতিরোধ মূলক ব্যবস্থা হিসেবে পদ্ধতিগত পরিবর্তন নিয়েও আলোচনা হয়। 

প্রধানমন্ত্রী নির্দেশ দেন যথেষ্ট পরিমানে গবাদি খাদ্য মজুত রাখা এবং জলাশয়গুলিতে পর্যাপ্ত জল ধরে রাখতে। চরম আবহাওয়া জনিত পরিস্থিতিতে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ভান্ডার গড়ে তুলতে ভারতীয় খাদ্য নিগমকে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রধান সচিব, ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব, কৃষি এবং কৃষক কল্যাণ সংক্রান্ত সচিব, ভূবিজ্ঞান সংক্রান্ত সচিব এবং এনডিএমএ-র সদস্য সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।  

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi