Quoteভারতীয় সমবায় খাত সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক সমবায় সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
Quoteরপ্তানি বাজারের উপর বিশেষ মনোযোগ দিয়ে সমবায় সংস্থাগুলির মাধ্যমে জৈব পণ্য প্রচারের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
Quoteসমবায় খাতে কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্প্রসারণের জন্য অ্যাগ্রিস্ট্যাক ব্যবহারের সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী
Quoteআর্থিক লেনদেন সহজতর করার জন্য প্রধানমন্ত্রী রুপে কেসিসি কার্ডের সাথে ইউপিআই একীভূত করার গুরুত্ব তুলে ধরেছেন
Quoteপ্রধানমন্ত্রী স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমবায় কোর্স চালু করার প্রস্তাব দিয়েছেন
Quoteজাতীয় সহযোগিতা নীতি ২০২৫ খসড়া বৈঠকে আলোচিত; এটি 'সহকার সে সমৃদ্ধি'-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করে
Quoteজাতীয় সহযোগিতা নীতি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার উপর জোর দিয়েছে, একই সাথে নারী ও যুবসমাজকে অগ্রাধিকার দিয়েছে
Quoteপ্রধানমন্ত্রী ভারতীয় সমবায় খাত সম্প্রসারণের জন্য বিশ্বব্যাপী সমবায় সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন
Quoteপ্রধানমন্ত্রী রপ্তানি বাজারের উপর বিশেষ মনোযোগ দিয়ে সমবায় সংস্থাগুলির মাধ্যমে জৈব পণ্য প্রচারের উপর জোর দিয়েছেন
Quoteপ্রধানমন্ত্রী সমবায় খাতে কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্প্রসারণের জন্য অ্যাগ্রিস্ট্যাক ব্যবহারের সুপারিশ করেছেন
Quoteপ্রধানমন্ত্রী আর্থিক লেনদেন সহজতর করার জন্য রুপে কেসিসি কার্ডের সাথে ইউপিআই একীভূত করার গুরুত্ব তুলে ধরেছেন
Quoteপ্রধানমন্ত্রী স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমবায় কোর্স চালু করার প্রস্তাব দিয়েছেন
Quoteজাতীয় সহযোগিতা নীতি ২০২৫ খসড়া বৈঠকে আলোচিত; এটি 'সহকার সে সমৃদ্ধি'-এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করে।
Quoteজাতীয় সহযোগিতা নীতি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে, একই সাথে নারী ও যুবসমাজকে অগ্রাধিকার দেয়।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭ লোক কল্যাণ মার্গে সমবায় ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সমবায় ক্ষেত্রে রূপান্তর, সমবায়ে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধির পরিকল্পনা এবং সমবায় মন্ত্রকের বিভিন্ন উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা হয়। 

প্রধানমন্ত্রী ভারতীয় সমবায় ক্ষেত্রের সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক সমবায় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সমবায় সংস্থাগুলির মাধ্যমে জৈব পণ্যের বিষয়ের প্রচারের উপরের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি একইসঙ্গে রপ্তানি বাজার এবং কৃষি কাজের পদ্ধতির উন্নতিসাধনে সমবায় সমিতির মাধ্যমে মাটি পরীক্ষা মডেলের বিকাশের পরামর্শ দেন। প্রধানমন্ত্রী আর্থিক লেনদেনের সুবিধার্থে RuPay KCC কার্ডের সঙ্গে ইউপিআই-কে যুক্ত করা এবং সমবায় সংস্থাগুলির মাধ্যমে সুস্থ প্রতিযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এই ক্ষেত্রে স্বচ্ছতা সুনিশ্চিত করতে সমবায় সংস্থাগুলির সম্পদের নথিভুক্তিকরণের গুরুত্বের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। সুস্থায়ী কৃষি মডেল হিসেবে সমবায় ভিত্তিক চাষাবাদে উৎসাহিত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। শ্রী মোদী সমবায় ক্ষেত্রে কৃষি কাজ এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সম্প্রসারণে ডিজিটাল ভিত্তিক গণ পরিকাঠামো ব্যবহারের সুপারিশ করেন, যাতে কৃষকরা আরও ভালো পরিষেবা পেতে পারেন। শিক্ষার প্রেক্ষাপটে বিদ্যালয়, কলেজ এবং আইআইএম-গুলিতে সমবায় পাঠ্যক্রম চালু করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে সফল সমবায় সংস্থাগুলির বিষয়ে প্রচারাভিযানের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। 

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় সমবায় নীতির বিষয়ে বিস্তারিত জানান এবং বিগত সাড়ে তিন বছরে সমবায় মন্ত্রকের মূল সাফল্যগুলিকেও তুলে ধরেন। ‘সহকার সে সমৃদ্ধি’র লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রক একটি বিস্তৃত পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় সমবায় নীতি ২০২৫-এর খসড়া প্রণয়ন করেছে। জাতীয় সমবায় নীতি ২০২৫-এর উদ্দেশ্য হল নারী এবং যুবদের অগ্রাধিকার দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশসাধনে সমবায় ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করা। এর লক্ষ্য হল সমবায় ভিত্তিক অর্থনীতির মডেলকে তুলে ধরা এবং একটি শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো প্রতিষ্ঠা করা। একইসঙ্গে সমবায় ক্ষেত্রে প্রভাব তৃণমূল স্তরে আরও গভীরে পৌঁছে দেওয়া এবং দেশের সামগ্রিক উন্নয়নে এর অবদান বৃদ্ধি করার প্রয়াস চালানো।

প্রতিষ্ঠার পর থেকেই এই মন্ত্রক সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও উৎসাহিত করতে ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ৬০টি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে জাতীয় সমবায় ডেটাবেস এবং কম্পিউটারাইজেশন প্রকল্পের মাধ্যমে সমবায় প্রতিষ্ঠানগুলির ডিজিটাইজেশন, সেইসঙ্গে প্রাথমিক কৃষিঋণ সমিতি (পিএসিএস) গুলিকে শক্তিশালী করে তোলা। 

ভারত সরকার সমবায় সমিতিগুলির জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। ১০টিরও বেশি মন্ত্রকের ১৫টিরও বেশি প্রকল্প পিএসিএস স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলস্বরূপ সমবায় ব্যবসায় বৈচিত্র্য এসেছে, অতিরিক্ত আয় বৃদ্ধি পেয়েছে, সমবায় ক্ষেত্রের জন্য সুযোগ সুবিধা বেড়েছে এবং গ্রামীণ এলাকায় সরকারি প্রকল্পগুলির সুবিধা সহজেই পাওয়া যাচ্ছে। সমবায় শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার বিষয়ে উৎসাহ যোগাতে এবং দক্ষ পেশাদার তৈরিতে আইআরএমএ আনন্দ-কে ‘ত্রিভূবন সমবায় বিশ্ববিদ্যালয়’-এ রূপান্তরিত করে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে একটি বিল সংসদে পেশ করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীকে সমবায়ের বিকাশ এবং বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়। ভারতের অর্থনীতিতে বিশেষ করে কৃষি ও গ্রামীণ উন্নয়নে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে সমবায় ক্ষেত্রের অবদানের কথা তুলে ধরা হয়। বৈঠকে এও জানানো হয়, বর্তমানে দেশের জনসংখ্যা এক পঞ্চমাংশ সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যার মধ্যে ৮.২ লক্ষেরও বেশি সমবায় প্রতিষ্ঠান ৩০টিরও বেশি ক্ষেত্রের মধ্যে ছড়িয়ে রয়েছে। এর সদস্য সংখ্যা ৩০ কোটিরও বেশি। 

এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ, মন্ত্রকের সচিব ডঃ আশিস কুমার ভুটানি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
On b'day, Modi launches health outreach for women & children

Media Coverage

On b'day, Modi launches health outreach for women & children
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 18 সেপ্টেম্বর 2025
September 18, 2025

Empowering India: Health, Growth, and Global Glory Under PM Modi