PM advises precaution and maintenance of vigil
PM emphasises the need to enhance lab surveillance & testing of all Severe Acute Respiratory Illness (SARI) cases & ramp up genome sequencing
Mock Drills to be organized again in hospitals to ensure preparedness
PM advises following respiratory hygiene & adherence to Covid appropriate behavior

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি, বিশেষ করে স্বাস্থ্য পরিকাঠামো এবং লজিস্টিক্স, টিকাকরণের অভিযান, নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্ট এবং ইনফ্লুয়েঞ্জার নানা ধরন খতিয়ে দেখতে উচ্চস্তরের বৈঠক করেছেন। গত দু’সপ্তাহে ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-১৯-এর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই উচ্চস্তরের পর্যালোচনা বৈঠক।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের সচিব আন্তর্জাতিক কোভিড-১৯ পরিস্থিতি এবং ভারতে এর সাম্প্রতিক বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীকে জানানো হয় যে সংক্রমণে সামান্য বৃদ্ধি হয়েছে। দৈনিক সংক্রমণের সংখ্যা ৮৮৮ এবং ২০২৩-এর ২২ মার্চ শেষ হওয়া সপ্তাহের হিসাব অনুসারে, সাপ্তাহিক সংক্রমণের হার ০.৯৮ শতাংশ।

২০২২-এর ২২ ডিসেম্বর হওয়া শেষ কোভিড-১৯ পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ কিভাবে পালিত হয়েছে তাও জানানো হয়। প্রধানমন্ত্রীকে ২০টি প্রধান কোভিডের ওষুধ, ১২টি অন্য ওষুধ, আটটি বাফার ওষুধ এবং একটি ইনফ্লুয়েঞ্জার ওষুধের মজুত এবং দামের দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়। ২০২২-এর ২৭ ডিসেম্বর ২২ হাজার হাসপাতালে মক ড্রিল হয় এবং তারপরে হাসপাতালগুলি অনেক পদক্ষেপ নিয়েছে।

ইনফ্লুয়েঞ্জা, বিশেষ করে গত কয়েক মাসে এইচ১এন১ এবং এইচ৩এন২ ধরনের ইনফ্লুয়েঞ্জার বাড়বাড়ন্ত সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে জানানো হয়।

প্রধানমন্ত্রী আধিকারিকদের স্বীকৃত আইএনএসএসিওজি জেনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরিগুলিতে পজিটিভ স্যাম্পেলের পূর্ণ জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দেন। এতে নতুন কোনও ভ্যারিয়েন্ট যদি থেকে থাকে, সেটারও খোঁজ পাওয়া সহজ হবে।

প্রধানমন্ত্রী রোগীদের পাশাপাশি স্বাস্ত্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে হাসপাতালের মধ্যে মাস্ক ব্যবহার সহ কোভিড বিধি মেনে চলার ওপর জোর দেন। তিনি জনাকীর্ণ এলাকায় বর্ষীয়ান নাগরিক এবং যাঁদের কোনও অসুখ আছে, তাঁরা যাতে মাস্ক পড়েন তার ওপর জোর দেন।

তিনি আইআরআই / এসএআরআই সংক্রমণে নজরদারি এবং ইনফ্লুয়েঞ্জা, সার্স-কভ-২ ও অ্যাডিনো ভাইরাসের পরীক্ষা করার এবং রাজ্যগুলির সঙ্গে এ বিষয়ে সমন্বয় রাখার নির্দেশ দেন। এছাড়া, প্রধানমন্ত্রী হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক শয্যা এবং কর্মী নিশ্চিত করার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯-এর জন্য প্রয়োজনীয় ওষুধ ও লজিস্টিক্স-এর ওপর জোর দেন।

তিনি বলেন, কোভিড-১৯ অতিমারী এখনও দূর হয়নি। তাই, সারা দেশেই নিয়মিত পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী পাঁচ প্রকারের রণকৌশল যেমন – ‘টেস্ট, ট্র্যাক, ট্রিট’, টিকাকরণ ও কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেন। এর পাশাপাশি ল্যাবরেটরিগুলিতে নজরদারি এবং এসএআরআই আক্রান্ত সকলের পরীক্ষা করারও পরামর্শ দেন। যে কোনও জরুরি প্রয়োজনে আমাদের হাসপাতালগুলি যাতে প্রস্তুত থাকে, সেটি নিশ্চিত করতে নিয়মিত মক ড্রিল করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের শ্বাসজনিত স্বাস্থ্যবিধি এবং জনাকীর্ণ এলাকায় কোভিড বিধি মেনে চলতেই হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রধান সচিব শ্রী পি কে মিশ্র, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পল, ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের সচিব, ফার্মাসিউটিক্যালস সচিব, বায়ো-টেকনলজির সচিব, আইসিএমআর-এর ডিজি শ্রী অমিত খারে, প্রধানমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi