প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘প্রগতি’র ৩৯তম পর্বের বৈঠকে পৌরোহিত্য করেছেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক বহুস্তরীয় মঞ্চ ‘প্রগতি’তে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির সক্রিয় প্রশাসনের মাধ্যমে ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন কাজ সম্পূর্ণ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার পর্যালোচনা করা হয়।
আটটি প্রকল্প এবং একটি কর্মসূচী সহ নয়টি বিষয়বস্তু নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে রেল মন্ত্রকের ৩টি, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এবং বিদ্যুৎ মন্ত্রকের ২টি এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের একটি প্রকল্প রয়েছে। এই ৮টি প্রকল্পে ব্যয় হবে প্রায় ২০হাজার কোটি টাকা । পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র౼ এই সাতটি রাজ্যে প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। এগুলির বাস্তবায়নে যাতে বেশী অর্থ ব্যয় না হয় তার জন্য সঠিক সময়ে কাজ শেষ করার বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী পোষণ অভিযান কর্মসূচীর পর্যালোচনা করেছেন। তিনি বলেছেন, সম্পূর্ণ সরকারী উদ্যোগে প্রতিটি রাজ্যকে অগ্রাধিকারের ভিত্তিতে একে বাস্তবায়িত করতে হবে। এই অভিযানকে সফল করে তুলতে তৃণমূলস্তরে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ কাজে স্বনির্ভর গোষ্ঠী ও স্থানীয় প্রসাশনের অংশগ্রহণের কথা তিনি বলেন।
প্রগতির ৩৮টি পর্বের বৈঠক পর্যন্ত ১৪লক্ষ ৬৪হাজার কোটি টাকার ৩০৩টি প্রকল্পর পর্যালোচনা করা হয়েছে।
At the 39th PRAGATI meeting today, reviewed eight projects spread across the ministries of Railways, Roads, Power and Petroleum worth over Rs. 20,000 crore. Also reviewed aspects relating to the Poshan Abhiyan. https://t.co/JYxtEATgw5
— Narendra Modi (@narendramodi) November 24, 2021